রাজার রাজা
রাজার রাজা
সুবর্ণ কিংবা হীরক জয়ন্তী নয়
নয় পূর্ণ একটি শতাব্দী পার
ভাগীরথী বয়ে চলে আড়াইশো বছরের স্মৃতি।
সমস্ত মানবজাতি এক বিরাট পরিবার
এই একাত্মতাবোধ ছিল যাঁর --
না-বসে সিংহাসনে, তিনিই রাজার রাজা
শাসন করেছেন দুঃশাসনদের
ধারেন নি কারো ধার !
সংবাদপত্রের স্বাধীনতাখর্বের
জন অ্যাডামসের অর্ডিনান্স
পড়েছিল তাঁর চ্যালেঞ্জের মুখে।
শুধু সতীদাহপ্রথা রদ নয়
ভারতবাসীর মনে বপন করেছিলেন
বিদ্রোহের অঙ্কুরিত বীজ।
-------------
