রাধাপ্রেম...
রাধাপ্রেম...


তোমার সঙ্গে দেখা না হলে আমার এ জন্মটা অসাধারণ হয়ে উঠত না...
যেভাবে চোখের কালোর উজাড় প্রেম আমায় দিয়েছ, তাতে মিশিয়েছ আপন মাধুরী,,
যেভাবে গলার কণ্ঠিতে তোমার দেবদারু আঙুল সপ্তসুরের ইন্দ্রজাল বুনে যায়,, আর আমায় ভাসিয়ে নিয়ে যায় জাগতিক চরাচরের ওপারে,,
যেভাবে হৃদয়ের প্রতিটা শব্দে তোমারি নাম মুহুর্মুহু ধ্বনিত হয়,,
যেভাবে তোমার স্বত্বা রাধাপদ্মের গোপন অন্তরে মিশে থাকে,,
যেভাবে তোমার বাঁশির ডাকে রাধাচূড়া এসে মিলিত হয় কৃষ্ণচূড়ায়, অমলতাস খুঁজে ফেরে জারুলকে, তোমার পেখম আর তুমি আমি আমরাময় হয়ে উঠি,,
ঠিক সেভাবে,,
হ্যা ঠিক সেভাবে আমায় তো কেউ ভালবাসেনি !!!
ঠিক সেভাবে আমায় তো কেউ বোঝেনি......
তোমার বাঁশির মত আমায় তো কেউ খোঁজেনি...............
তোমার সঙ্গে দেখা না হলে
আমার এ জন্মটা.....................