STORYMIRROR

Manik Goswami

Romance Fantasy

3  

Manik Goswami

Romance Fantasy

পূর্ণ কলস

পূর্ণ কলস

1 min
174


ময়ূরপঙ্খী নাও এর দোলায় দুলছে প্রিয়ার মন,

বদ্ধ দ্বারের আগল ভেঙে উড়ছে প্রতিক্ষণ।

প্রেমের আকাশে পাখির গানে সুরের লহরখানি,

পুঞ্জীভূত মেঘের সাথে করছে যে কানাকানি।

সূর্য্য সোনার আনাগোনায় আলোক ঠিকরে পড়ে,

প্রচার বিমুখ প্রাণের গভীরে প্রেমের প্রাসাদ গড়ে।

শুভ্র সারস সাহসী ডানার শক্তিতে ভর করি,

দিগন্ত থেকে দিগন্ত পানে উড়ে চলে ঝাঁক ধরি।

বাঁশের বাঁশরী সুর ভুলে গিয়ে ছন্দ তালের খোঁজে,

দিকে দিকে ধায় অনুরাগের আবেগ মাখা ব্রজে।

ভালোবাসা মাখা হাওয়ায় ভেসে প্রাণের অভিপ্রায়

শাখার দোলে পাতার কানে বার্তা দিয়ে যায়।

উচ্ছ্বাস ভরা দিবস দীপ্তি ভুবনে রয়েছে ভরে,

মনোবীণায় গান বেজেছে অজানা এক সুরে।

কানায় কানায় পূর্ণ হয়েছে প্রেমের কলসখানি, 

রাধা কৃষ্ণের লীলার মতোই জীবনে ছন্দ আনি।


Rate this content
Log in

Similar bengali poem from Romance