পুতুল সোনার বিয়ে
পুতুল সোনার বিয়ে
চারিদিকে হৈ চৈ, গান বাজছে জোরে,
মনির পুতুল সোনার বিয়ে হবে যে রে।
হাসছে দেখো, খুশি সবাই, বিয়ে বলে কথা,
মনির মনটা বেজায় ভারী, করছে মাথা ব্যথা।
পুরো দিনটা ভুলেই ছিল কনে সাজাতে গিয়ে,
সন্ধ্যাবেলায় জলের ধারা নামছে দুচোখ বেয়ে।
পুঁটির আজকে দেমাকে পা পড়ছে না আর সোজা,
ছেলের মায়ের গর্ব দেখে পাচ্ছে সবাই মজা।
সাদা ধুতি, রঙিন জামা, পুঁটির ছেলের সাজ,
বর বাবাজির চলন দেখে মেয়ের চোখে লাজ।
চওড়া পাড়ের রঙিন শাড়ি মেয়ের বেনারসী,
পরিপাটি সাজেও মেয়ের মুখে নেইকো হাসি।
প্রসাধনে সাজিয়ে দিয়েছে মনি নিজের হাতে,
গয়না গাঁটি পড়িয়ে দিয়েছে পায়ের থেকে মাথে।
এতো আয়োজন তবুও মনে দুঃখ জাগে মনির,
বিয়ে হলেই পুতুল সোনা হবে অন্য বাড়ির।
কারে নিয়ে খেলবে মনি, ঘুম পাড়াবে কারে,
পুঁটির ঘরে জ্বলবে আলো, মনি থাকবে অন্ধকারে।
