পথিকের মেঘাভিলাষ
পথিকের মেঘাভিলাষ

1 min

1.2K
একলা পথিক চেয়ে আকাশে,
মেঘের চলাচলে
ভাবে স্বাধীনতার কথা সে।
ওদের তো নেই দেশ,
বিচ্ছিন্ন কোলাহলে
হয় না ওরা নিঃশেষ।
তবে সে কেন ভাবনায় ?
কোন দেশান্তরে
উপস্থিত হয়ে থাকার যাতনায় ?
সেও মেঘের মতই নিশ্চিন্ত
হতে পারে !
তবে সে মানুষই নিতান্ত।
তাকে স্থিত হতেই হবে,
জীবন চালাতে
কোথাও ঘর সাজাতেই হবে।
বাস্তব তার কেটেছে ডানা,
স্বপ্ন চুরমার ;
তাই তো ওড়া হলো না!