পথ শিশু
পথ শিশু


ওরা চায়নি কোনোদিন নকল সম্মান,
ভাবতে পারে না পথশিশুর নিজস্বী মান!
সইছে শুধুই নিরন্তর সামাজিক অপমান,
ওরা যে কন্টকাকীর্ণ পথের ভালোবাসার দান!
ওরা চায়নি বিশেষ কোনো পরিচয়,
চায় ন্যূনতম মাথা গোঁজার আশ্রয়,
সামাজিক বন্ধনের নেই কোনো দাম,
আলোকবর্তিকায় ফিরুক ওঁদের জীবন সংগ্রাম।
ওরা চায়নি অফুরান দামি অন্নবস্ত্র,
বোঝেনা জ্ঞানী গুণীর উদাসীন ধর্মশাস্ত্র,
কীসের অপরাধে দণ্ডিত এই দেবশিশুরা?
এ যে সরিয়ে রাখার বিভ্রান্তিমূলক পসরা!