পথ প্রদর্শক
পথ প্রদর্শক
ছোট্ট বেলায় রাগ হতো খুব
শাসন কেন করো,
তুমি বলতে, বড় হচ্ছো
স্বভাব তৈরি করো।
সেদিন তোমার বকুনি খেয়ে
কেঁদেছি নিজের মনে,
কেমন করে পারতে গো মা
কাঁদাতে সন্তানে।
সত্যি বলছি সেদিন আমি
ছিলেম অতি বোকা,
শাসনের নামে বুঝিয়ে দিতে
পথ নিও না বাঁকা।
বড় হয়ে আজ বুঝেছি
কষ্ট দিয়েছি কত,
হাসি মুখেই সহ্য করেছো
খেলো আবদার যতো।
সারা দিনের কাজের চাপেও
ঠান্ডা রেখে মাথা,
স্নেহের কোমল স্পর্শ দিয়ে
শোনাতে রূপকথা।
অজান্তে ভুল করলে পরে
শুধরে দিতে তুমি,
তোমার দেখানো পথেই হেঁটে
মানুষ হয়েছি আমি।
অনেক সময় মা গো আমি
তোমায় দুঃখ দিতাম,
অজ্ঞানে বা জেদের বশে
কাঁদিয়ে কষ্ট পেতাম।
জীবন সিঁড়ির ওপর ধাপে
দাঁড়িয়ে তোমায় স্মরি,
তোমার শেখানো অধিবিদ্যায়
পরের প্রজন্ম গড়ি।
