STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

2  

Manjula Acharya

Abstract Fantasy Others

পথ বলে

পথ বলে

1 min
282

পথ বলে যুগ যুগ ধরে পড়ে আছি আমি

রঙ বদলালে সবাই বদলে যায়,

আমি কিন্তু বদলাই নি।

দলে চক টে হাঁটে সবাই

ক্ষতবিক্ষত হয় মোর শরীর ।

কখনো মাটি পাথর তো 

আবার কখনো পীচ কংক্রিটের উপরে

বর্ষা শীত শিশিরে ঠান্ডা আমি সই

খালি শরীর যে মোর কাঁপে ।

গৃষ্ম অগ্নি হুতাশনে জলে মোর শরীর 

দা হতে জীবন যায় ছটফট করে

আমার বেদনা গো বলবো কাকে

শুনবে বা কে 

বিধাতা তো এমনি তৈরি করেছে মোরে 

ওনার কথা না  শুনবে ই বা কে   

কষ্ট পেলেও দুঃখ নাই মোর জীবনে

সবার কষ্ট যেন পারি সরে যেতে

তবু এই জীবনকে সার্থক ভাবি আমি

যে যা বলুক না কেন

এই মানব সভ্যতার সাক্ষী আমি

যুগের পর যুগ পরিবর্তনের

বালিঘর খেলা থেকে বিয়ে থা

পরিশেষে যাত্রাকালে পুরি স্বর্গ দুয়ার

কত বিদ্রোহের স্বর স্বাধীনতা সংগ্রামের

ফৌজের কত বন্দুক দাগা


কত ট্যাংক কত গাড়ি-ঘোড়া আমার উপরে যায় গড়িয়ে

জিন্দাবাদ মুর্দাবাদ রাজ নেতাদের

কত যাত্রা পারবে মোর মনে খুশি ভরে

জগন্নাথের রথ ঘোষ যাত্রার পানে থাকি আমি তাকিয়ে

কিছুই যে বলতে পারি ন আমি মন মোর বলে


নিঝুম রাতে একটু কি পারি না গো শুতে ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract