প্রতিটি মানুষ প্রেমিক ও কবি
প্রতিটি মানুষ প্রেমিক ও কবি


ত্রিপুরার রাণী আমার কাছে জানতে চাইলো
বাংলাদেশে প্রকৃত কবির সংখ্যা কতো
তার প্রশ্ন শোনে আমার বোধের ডালপালা থেকে
সহসা ঝরতে থাকলো এক এক করে
সবগুলো হলুদপাতা।
ডিমের কুসুমমাখা এই সূর্যস্নিগ্ধপ্রভাত সাক্ষি
আমি কোনদিন রাণীর চোখের দিকে তাকাইনি
জানতাম আমার চোখের নুনজল
কখনো সে চোখের ক্রোধের আগুন নিভাতে পারবে না
ভয় আর দ্বীধার প্রলেপে নিজকে ঢেকে রেখে বললাম
জন্মসূত্রে বাংলাদেশের প্রতিটি মানূষ প্রেমিক ও কবি
একথা শুনে ত্রিপুরারাণীর পূণ্যঅবয়বে গজাতে থাকলো
মালঞ্চলতারমতো এক প্রকার গূল্ম
আমি সেই গূল্মঝাড়ে নিজকে আড়াল করে
পুণর্বার বললাম,
দোহাই লাগে ওগো রমণপ্রিয় শিল্পী সম্রাজ্ঞী
তোমার প্রশ্ন ফিরিয়ে নাও
আমি কবি নই বলে প্রকৃত কবির সংখ্যা কতো
তা আমার জানার কথা নয়...