STORYMIRROR

Nandita Pal

Romance

3  

Nandita Pal

Romance

প্রতিশ্রুতি

প্রতিশ্রুতি

1 min
178

ক্ষেতের আইলে দৌড়ে এসে তোমায় আবার দেখা,

শহরে পড়তে যাবার সে ছিল প্রথম দিন। ব্রিজের ধারে

সূর্যাস্তে তুমি বাসে ওঠার আগে হাত বাড়ালে। বিদেশ

পাড়ির আনন্দে মুখভার আমায় ছেড়ে যাবে বলে।


সেদিন মুখে কেউ বলেনি, কিন্তু শির শিরে হাওয়ায়

ছিল জমাট প্রতিশ্রুতি। আমাদের ঘিরে রেখেছিল

সেই অনুভূতির আহ্লাদে। নদীর স্রোত যেমন গিয়েছে

জোয়ার থেকে ভাঁটা, ভাবনার আগুনে তেমনি আরও

অনেক কথা দেওয়া।


পায়ে পায়ে নতুন কথা আজ, জড়িয়ে আছি বাকলে

বাকলে। হারানোর কান্নায় ভারী সুন্দর গাছ উঠেছে,

পরের সিজনে ফুল ফুটবে। সকালের সূর্য জাদু কাঠিতে

ভরিয়েছে মনের বাগান।


আমার প্রতিশ্রুতিরা একঝাক পায়রা যেন ঘরের কোণে বক বকম।


Rate this content
Log in

Similar bengali poem from Romance