STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Others

2  

Kausik Chakraborty

Abstract Others

প্রতিমা

প্রতিমা

1 min
112


ধূমকেতু পেড়ে আনো চোখের পাতায়

অবেলায় চুরি করো দামী প্রতিমাকে

ধরা পড়ে স্নানঘর রঙিনে রঙিন

লিখে রাখো প্রণিধান জরিপের বাঁকে।


দ্রোহকথা দাহ করে বিলি হলে মেঘ

প্রতিদিনই ভিজে যায় মাটির শরীর

গ্রহতারা ঘিরে নিলে নিয়মমাফিকও

তুমিও মূর্তি কেনো গৃহলক্ষ্মীর।


অকারণ দাবী নিয়ে জীবিত প্রতিমা

জঙ্গল বেছে শেষে দাবানল ঠেলে

রংতুলি জমালেও ডিপ ফ্রিজে শুধু

মেটেনা ভাঙার দাগ নতুন মডেলে।


ধার্য করেছ তবু ঝাউবন তলা

নিজেকে লুকিয়ে ঘরে ছড়িয়েছ বিষ

এযাবৎ ক্রেতাদের চোখে ধুলো দিয়ে

দুহাতে ঝুলিয়ে দিলে বিক্রি নোটিস।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract