STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Inspirational Others

2  

আরিয়ানা ইচ্ছা

Inspirational Others

প্রতিক্ষায় থাকা

প্রতিক্ষায় থাকা

1 min
118

 খুশি নেই কোনো মনের মাঝে, করবো কি আর উদযাপন,

  অশ্রু নিয়ে দিন পার হয়, দূর্ভাবনায় রাত জ্ঞাপন,

কোনো রকমে দেয় পাড়ি আমি এক একেকটা দিন,

 মনে হয় এই দুইদিনের পৃথিবীই বাঁচার আশায় ক্ষীন,

 ভালো লাগেনা আর তো কিছুই এ কেমন পরিক্ষা!

ভালো ফলাফল আসবে রেজাল্ট এইতো প্রতিক্ষা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational