প্রতিক্ষায় থাকা
প্রতিক্ষায় থাকা
খুশি নেই কোনো মনের মাঝে, করবো কি আর উদযাপন,
অশ্রু নিয়ে দিন পার হয়, দূর্ভাবনায় রাত জ্ঞাপন,
কোনো রকমে দেয় পাড়ি আমি এক একেকটা দিন,
মনে হয় এই দুইদিনের পৃথিবীই বাঁচার আশায় ক্ষীন,
ভালো লাগেনা আর তো কিছুই এ কেমন পরিক্ষা!
ভালো ফলাফল আসবে রেজাল্ট এইতো প্রতিক্ষা।
