প্রতিজ্ঞা পার্বন
প্রতিজ্ঞা পার্বন


বাস্তব যে বড়োই কঠিন
ত্যাগ রয়ে যায় নজিরবিহীন,
নেই কোনো তিক্ততার সীমানা
থাকে শুধুই রঙিন বাহানা।
এই রঙিন শহরে লেগেছে হুল্লোড়
মেতে উঠেছে হুজুগে সকলে,
ব্যস্ততা ভরা আলোর শহরে
সকলে করছে একটু নীরস প্রতিজ্ঞা।
কিছু প্রতিজ্ঞা রয়ে যায় না বলা
কিছু প্রতিজ্ঞা রয়ে যায় না পালন করা,
কিছু প্রতিজ্ঞা রয়ে যায় ভাঙা
আর পরে থাকে কিছু কষ্টের ঘন নিঃশাস।
মিছে প্রতিজ্ঞা না হয় না বলাই থাক
মিছে প্রতিজ্ঞা না হয় না করাই থাক,
কোনো ক্ষতি হবেনা বলছি বৈকি
থাকুক দূরে, ভালোবাসার মিথ্যে রেইকি।