প্রথম প্রেম
প্রথম প্রেম
তিতির পাখির মতো,আমাদের আব্বুলিস দিন..
আমাদের লুকোচুরি, ডুবসাঁতার,থুরিথুক্কা প্রেম..।
পুজো প্যান্ডেল এর পিছনে থাকা চৌকো চৌকো ঘর..
প্রথম প্রেম,কাল্পনিক স্বপ্ন সাক্ষী একরাশ প্রতিশ্রুতি,
অঞ্জলি ভুলে গিয়ে .. ড্যাবড্যাবিয়ে.. তোমার অবাক দৃষ্টি....
গ্যালারি হাতরালে উঠে আসে সব...
সোনালী রঙের সকালটা হুড়মুড়িয়ে ঘুম থেকে ওঠে..
কুয়াশার চাঙর ভেঙে..খেজুর গাছ থেকে ঝরে পড়ে...
ফোঁটা ফোঁটা ফসিল্স জীবন..
অকারণে সাইকেলের বেল বাজানো.. রাস্তার পাশে জানালাটার সামনে...
শাড়ি সামলাতে সামলাতে তাকানো..
ইচ্ছে বা অনিচ্ছার দৃষ্টিপাতের ওপর ফুটে ওঠে..
-সর্ষে ক্ষেত,ডি ডি এল জে , গ্রিটিং কার্ড ...
আলোক বর্ষ দূরে..ঝাঁঝালো জলে মিশে যায় আইস কিউব..কালপুরুষ,কুয়াশা রাত...
প্রথম প্রেম পত্রের অপটু অক্ষরের মতো.....।

