প্রথম চিঠি
প্রথম চিঠি
পত্রের শুরুতে গ্রহণ কোরো
শুভেচ্ছার লাল গোলাপ ফুল।
ভালোবাসা দিয়ে ক্ষমা কোরো তুমি
আমার পত্রের সকল ভুল।
তুমি আমার প্রথম প্রেম,
প্রথম ভালবাসা।
এক সাথে কাটাবো সারা জীবন
এই আমার মনের আশা।
জানিনা প্রেম কাকে বলে
শুধু এই টুকু পারি বলতে।
বাঁচতে পারবনা আমি
কখন তোমাকে ছেড়ে ।
তোমার চোখের দিকে তাকালে
কথা হারিয়ে কাঁপে দুরু দুরু বুক।
তবুও তোমাকে ভালবেসে
পাইযে আমি মনে সুখ।
তুমি আমার প্রথম প্রেম
প্রথম ভালবাসা।
তুমি আমার জীবনে
বাঁচার একমাত্র আশা।
আমার এই ভালবাসায়
নেই কোন শঠতা বা ভুল।
আমার এই মন যেন একটা
নিস্পাপ গোলাপ ফুল।
উত্তর দিয়ো আমায় তুমি
রহিলাম তারই আশায়।
তোমার ভালবাসার পত্র লিখো
তোমার মনের ভাষায়।
সারা জীবন রাখবো মনে
আমার প্রেমের স্মৃতি।
আর বেশী লিখবোনা
এই দিলাম ইতি।

