STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Inspirational Others

2  

শিপ্রা চক্রবর্তী

Inspirational Others

প্রশ্ন....??

প্রশ্ন....??

1 min
100


যখন একজন ছোট্ট মেয়ের জীবন শুরু হওয়ার আগেই হয়ে যায় শেষ,

রক্তাক্ত অবস্থায় আবরন হীন ভাবে রাস্তার ধারে পরে থাকে তার উন্মুক্ত বক্ষ দেশ।

তখন মনে হয় এটাই কি সত‍্যি?

আমাদের সেই সভ‍্য সমাজ যার জন‍্য আমরা বড়াই করি!!!!

আবার যখন দেখি বৃদ্ধ বাবা অথবা মা স্টেশনে দিনের পর দিন ছেলে মেয়েরঅপেক্ষায় দাঁড়িয়ে,,,,

তখন আবার মনকে প্রশ্ন করি এটাই কি সত‍্যি কারের শিক্ষার গুন??? যা স্নেহকে দেয় হারিয়ে।

শিক্ষা মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালায়,,,,

কিন্তু এখানে জ্ঞানের আলো তো নেই আছে অন্ধকারাচ্ছন্ন নিকষ কালো আঁধার!!!

আবার যখন দেখি ফুটপাতের ধারে ছন্নছাড়া হয়েও সবাই এক সাথে মিলেমিশে খাবার ভাগ করে খায়, 

তখন মনকে বলি এটাই সত‍্যি কারের ভালোবাসা?

যার মধ‍্যে নেই কোন রকম স্বার্থপরতা।

মন ভরে ওঠে এক অজানা খুশিতে,যার নেই কোন সীমানা।

আবার যখন দেখি একজন অতি অসহায় মানুষ নিজের অসহায়তা

সহ‍্য করেও হাসিমুখে এগিয়ে যাচ্ছে জীবন পথে অন‍্যকে সাহায্য করার জন‍্য,

তখন খুব জোর বাড়ে মনের মধ‍্যে, ভিতর থেকে কথা আসে এটাই সত‍্যি কারের মানুষের মানসিকতা!

এখনও যে সবাই হয়নি পুরোপুরি বন‍্য।

যখন কন‍্যা শিশু অবহেলিত হয়ে পড়ে থাকে ডাস্টবিনের কাছে,

আর পুত্র সন্তান মানুষ হয় আদর,আহ্লাদে ভরা রাজ সুখে।

তখন আবার মনকে প্রশ্ন করি এটাই কি সত‍্যি সমাজের নিয়ম??

না কিছু মানুষের নিচ মানসিকতার সাধন।

আজব এই দুনিয়া!!!! আস্ত একটা গোলোক ধাঁধা,,,,

কেউ ভালো আবার কেউ মন্দ কিন্তু একই সুতোয় আছে বাঁধা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational