প্রোপোজ ডে
প্রোপোজ ডে


আজ হ'তে পারে অটুট বন্ধনের বন্ধুত্বপূর্ণ আলাপ,
ইঙ্গিতবাহী মনকথার হয়তো পরিসমাপ্তির একটি দিন।
হৃদয় কুঠুরিতে সহস্র স্বপ্নের ইতিহাসে আজও তুমি,
কালবৈশাখীর ঝড়ে তছনছ হয়ে যায়নি সাজানো মনোবাঞ্ছা,
ঐকান্তিক প্রশ্রয়ে বেঁচে আছে হলদেটে মূল্যবোধ,
মৃদু আঁচে কেঁপে কেঁপেও বেঁচেবর্তে আছে মণিকোঠার স্বপ্ন,
আবেগী মনের উজানে তোমারই প্রতিবিম্বের আবেশ;
তুমি কী বুঝতে পার না আমার বোড়ের অহংকার?
রাজবেশে না থেকেও রাজার মতো ভালোবাসা যায়,
আড়াই চালে না হোক, সোজাসুজি বলা যায়, "আমি তোমাকে নির্দ্বিধায় ভালোবাসি "।
আজ উচ্চস্বরে বলতেই হবে সেই অব্যক্ত কথা।
গ্রহণ করা বা না করার অজুহাত খুঁজতেই পারো আজও,
ডুবে যাওয়া লঞ্চের মালিক আমি আর নই,
নেই কোনো বাধ্যবাধকতা।