প্রণয় বিদায়
প্রণয় বিদায়
চোখের জল ফেলবো না আর তোমার ব্যথায়,
গাইবো না ঘরে ফেরার গান তোমার আশায়,
লিখবো না আর ভালবাসার কবিতা কোন
স্মৃতির চোরাপাতায়।
তুলবো না ফুল কোন গাছের
গাঁথবো না আর মালা তোমার তরে
কাটাবো না বেলা
আমি নদীর সাথে খেলা করে।
অচিন দ্বীপে ঘর বানাবার
রাখবো না সাধ মনে
তুমি কেন আমায় ডেকেছিলে
তোমার প্রেমের নিমন্ত্রণে???
ভালোবাসতেই জানো না তুমি,
প্রেমের আলোয় নিজেকে
হারাতেও রয়েছে ছলচাতুরী
সহস্র যোজন ব্যবধানে রয়,
বক্ষকে বিদীর্ণ করে তাই
দিয়েছি প্রণয় বিদায়।

