STORYMIRROR

PRADIP KUNDU

Classics Children

4  

PRADIP KUNDU

Classics Children

প্রকৃতির দেবী বন্দনা

প্রকৃতির দেবী বন্দনা

1 min
623


বছর পরে এসেছে শরৎ

নীল আকাশে শুভ্র মেঘের ভেলায় চড়ে,

কুসুমে কুসুমে মুখরিত সঙ্গীতে 

প্রকৃতি উঠেছে মেতে ভ্রমর গুঞ্জন স্বরে।


মাঠের ধারে কাশের বনে

হিমেল হাওয়ায় বেজেছে প্রেমের বাঁশি,

প্রভাত আলোয় উঠেছে ভরে

ঘাসে ঘাসে একরাশ শিশিরবিন্দুর হাসি।


পল্লবে পল্লবে নিনাদিত তাই

অসুরদলনী দেবী মহামায়ার পদধ্বনি,

বসুন্ধরার আকুল আহবানে

মহালয়া প্রভাতে ঘরে ঘরে বাজে আগমনী।


জাগরিত হয় আলোকমালা

মায়ের আগমন বার্তায় শঙ্খধ্বনি ওই বাজে ,

হিমেল হাওয়ায় শিউলি কুসুমে

প্রকৃতি যেন দেবী বন্দনায় সাজে নব সাজে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics