প্রকৃত ভালোবাসা
প্রকৃত ভালোবাসা
আমি আমার মত থাকতে চাই
তুমি খুঁজে নিও আমাকে..,
আজও আমি আছি ছায়ার বেশে
তোমার ঠিক পাশেতে...
রাতের আকাশ সাজাও তুমি
আমার ভালোবাসার আলো নিয়ে.,
দূর থেকে দেখি আমি, তোমায়
সব তারাদের ভিড়ে।
তারা আজ সঙ্গী তোমার
নিকষ কালো আকাশের মাঝে.,
প্রাণের ভালবাসার আলো দিয়ে, তোমায়
সাজাই সন্ধ্যা সাঁঝে...

