Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

মোহন দাস

Tragedy Classics

3  

মোহন দাস

Tragedy Classics

প্রিয়তমা ও পৃথিবী

প্রিয়তমা ও পৃথিবী

1 min
11.8K


এতো কাল কোথায় ছিলে প্রিয়তমা আমার

এতদিন কারে বেসেছিলে ভালো,

তুমি তো আগের মতো নেই আর

কে তোমারে সাজালো সুন্দরী; কে তোমায় দিয়েছে আলো ?


আমি হেথায় অন্ধকারে পথ হাঁটি সেই থেকে

এক বিন্দু তবু হয়নি পথ হাঁটা !

হে প্রিয়তমা,

হাতরিয়ে দেখি চতুর্দিক সেই আমার

অন্ধকার রাশি রাশি; কেবল শুন্যতা দিয়ে ঘেরা ।


হে প্রিয়তমা, কোথায় ছিলে এতদিন

কোথায় থাকো এখনও ?

আমার থাকবার ঠিকানা হারিয়ে গেছে ----

রক্তিম দিগন্তে ভেসে যাওয়া ধূসর মেঘেদের সাথে,

এখন আমি অন্ধ ফকির এক

বিষণ্ণ আঁধারে পথ হাঁটি,

হে প্রিয়তমা শুধুই অন্ধকার আমার পৃথিবী

যাচ্ছে না ঘরে ফেরা ।


Rate this content
Log in

More bengali poem from মোহন দাস

Similar bengali poem from Tragedy