জাতি
জাতি


হিংসায় ফেঁটে পরেনি এখনো সব মানুষ
অথচ দেখলাম এক একটা দিন ফেঁটে চৌচির
বহুবার জন্মভূমির দিকে তাকিয়ে দেখলামচাপচাপ রক্ত পড়ে আছে মুঠো মুঠো খৈ
এখনো নগ্ন হয়নি বিবেক, আত্মা, জাতিকিন্তু সব মানুষের বুকে জমেছে বারুদের পাহাড়
করো কারো মুখে শোক, চোখে ফসফরাস আগুন।