STORYMIRROR

Nandita Pal

Romance Tragedy

3  

Nandita Pal

Romance Tragedy

প্রিয়তম নীল,

প্রিয়তম নীল,

1 min
230


চা বাগানের ঢালে তখন সূর্যের পড়ন্ত রোদ,

উত্তুরে হাওয়ায় শিরশিরে ঠাণ্ডায় কাবু চাদরটা।

কোমর ছাড়ানো সোয়েটারে খুশি তখন লম্বা বেনুনীতে,

তুমি কিছুতেই নামলে না আর গাড়ি থেকে,

আমি অদূরেই দাঁড়িয়ে যেন সবটুকু ভালোলাগা

মন কোঠায় জড়ো করলাম মুঠো করে। 


কনকনে ঠাণ্ডায় দুর্বার সেই টাইগার হিল,

হিম হাতে তোমার ক্যামেরায় আমি আর কাঞ্চনজঙ্ঘা,

সোনার আলো ছড়িয়ে পড়ছে সেই নীল আকাশে,

সেদিন তোমায় বিদায় দিতে হবে জেনেও মন তখন

শক্ত হাতে জড়িয়ে ছিল তোমার হাতে হাত।


তোমার ফেরার সময় হয়েছে গির্জায় সেই ঘড়ি জানায়।

অপেক্ষার যে শেষ হয়ে এসেছে তা আমি ককাটিলের কাছে

জানতে পারি। পাহাড় ঢেকে এখন সাদা চাদরে, আমি নেমে

এসেছি শত বর্ষ ধরে নীল তোমায় দেখব বলে,

হুইল চেয়ারে এক পা করে করে এগোই আমি,

অসময়ে বৃষ্টিতে মনের আঙিনা ভিজে একদম সপসপে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance