প্রিয় খোকন(4)
প্রিয় খোকন(4)


জীবনের চেয়ে মরন ভালো
কে বলেছে তোমাকে?
একবার যদি হারাও তুমি
পাবে কি আর জীবনকে।।
বিপদ যদি আসে বারেবারে
তোমার দ্বারে
ভেবোনা কিছু আর চিন্তাও কোরো না
সময় তাকে নিয়ে যাবে তাড়া করে।।
একটু কষ্ট, সামান্য যন্ত্রনা
সইতে পারো যদি তুমি
বেঁচে থাকবে তুমি সবার মাঝে
পূন্য হবে এই জন্মভূমি।।
ভূমিকে ছেড়ে চলে যাও যদি আজ তুমি
তাহলে দেবে তাকে ধোঁকা,
হারাবে না কোনোকিছু সে
হারাবে তার প্রিয় খোকা।।
শুধু তুমিই যাবে তাকে ছেড়ে
তার বুক শূন্য করে দিয়ে,
জানিনা আমি, কত সুখ পাবে তুমি
ওই বোবার দুনিয়ায় গিয়ে।।