প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু


এগিয়ে চলার সনদপত্র ছিল যাত্রাকালে –
উদ্বোধনী অনুষ্ঠানে বাহারি নকশাদার আয়োজন,
না ছিল কোনো অশনি সংকেত!
বেশ তো ভেসে চলছিল মসৃণ পথের দিকে;
এভাবেই জাহাজের মাস্তুল ধরে বাঁচতে চেয়েছিলাম একদা।
মাঝ দরিয়ায় জাহাজ নির্বিঘ্নে এগিয়ে চলছিল বেশ –
আচমকা কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড,
এক আকাশের নীচে অভিনয়ের রঙ্গমঞ্চ!
সম্মুখে নিথর দেহ, আড়ালে হিংস্রতার ছাপ,
এক ঝাঁক সুখের পায়রা দেখিয়ে দিয়েছে মুখোশের অন্দরমহল!
প্রিয় বন্ধুর সংজ্ঞা নিরূপণে ব্যর্থ আমি,
বিক্ষিপ্ত মন, ভেঙে পড়ছিলাম মানসিক প্রতিবন্ধী হ'য়ে।
হঠাৎই ধূমকেতুর মতো আগমন তোমার,
বন্ধুর প্রকৃত রূপ-প্রতিরূপের সংজ্ঞাটি বুঝিয়ে দিলে অক্লেশে।
দিকভ্রান্ত মাস্তুল ভাঙা জাহাজ ফিরে পায় স্নিগ্ধ পথের সন্ধান।
আত্মিক মিত্রতা অক্ষুণ্ন রাখার রসদ জোগালে আগামীতে,
বুঝিয়ে দিলে আড়ালে থেকেও প্রিয় বন্ধুর রূপ-রস-গন্ধকে।
অমোঘ নেশায় উন্মুখ হ'য়ে থাকি আজকাল,
ভীত সন্ত্রস্ত মন!
সিঁদুরে মেঘ দেখি নিজস্বী আয়নায়,
হারিয়ে ফেলার যাঁতাকলে আর জড়াতে চাই না,
আঁকড়ে ধরে বাঁচতে চাই আমৃত্যু নিঃশব্দে আঁকড়ে বাঁচতে চাই প্রিয় বন্ধুর হাত ধরে।