প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু


প্রিয় বন্ধু বিশ্বাসের সমুদ্রে পালতোলা জাহাজ, বন্ধুত্বের নেই পদবী, নেই ভৌগোলিক সীমানা;
নেই রঙের বৈষম্য কিংবা ধর্মের চোখ রাঙানি, কাঁটাতারের গন্ডি মানে না, জানে না ঠিকানা।
অন্তরাত্মার কাছে বয়সের নির্দিষ্টতা ঠুনকো,
যে কোনও সম্পর্কের মূল ভিত্তি বন্ধুত্বটাই হয়,
বন্ধু মানে বন্ধুর পথ একসাথে পেরিয়ে যাওয়া, কুটিল রক্তের সম্পর্কের চেয়ে বন্ধুত্ব দামী হয়।
বন্ধু যায় ছেড়ে, সাঁঝবাতি জ্বলে নিয়মমাফিক, প্রয়োজন ফুরোলে প্রিয়জন ভীষণ ক্লান্ত কথায়; গোধূলির শেষে সব পাখি আসে না ফিরে ঘরে, তবুও গাছে গাছে ছায়ারা রোজ সন্ধ্যা নামায়।
সমান্তরাল পথের দূরত্ব না হয় যেন আলোকবর্ষ, কখনও প্রাণের বন্ধু যেন মন থেকে দূরে না যায়; নৈঃশব্দ্যেরা কথার পর্দায় লুকিয়ে যাক সবসময়, শোনো বন্ধু, প্রিয় বন্ধুকে কভু বোলো না 'বিদায়'।।