পরিণতি
পরিণতি
ইট বালি সিমেন্ট দিয়ে শক্তপোক্ত করে গাঁথা,
উপরে থেকে টালি দিয়ে মোড়া,
খুব সুন্দর এক ইমারত,
কোথাও নেই তার মাটির ছিটেফোঁটা।
সেখানেই জন্মেছে অবাঞ্ছিত এক বটগাছ
বাঁচার অদম্য ইচ্ছায়
হয়েছে সে ছোটখাটো মহীরুহ।
নেই কোন অভিমান,নেই কোন প্রতিহিংসা,
নিজের সবুজ ললিত রূপে,
পথ চলতি মানুষের দৃষ্টি টানে,
সাধ্য মতো বিলিয়ে যায়,
প্রাণবায়ু অক্সিজেন।
সেই মানুষই ভাবলো তাকে ক্ষতিকর,
নষ্ট করবে ইমারত,
সমূলে দিল উপরে,
অসহায় বটবৃক্ষের জীবন হল শেষ।
বলতে পারো কি ছিল তার দোষ?
প্রক্ষিপ্ত হয়েছিল যে বীজ,
পতিতালয়ে জন্মানো বাচ্চার মতো।
কেন তার এমন পরিণতি?
এমনি করেই কতো শত অসহায় দুর্বল প্রাণ,
অকালে ঝরে যায়
হারিয়ে যায় ইতিহাসের অন্ধকার কক্ষে।
