STORYMIRROR

Biswarup Pramanick

Abstract Inspirational Others

3  

Biswarup Pramanick

Abstract Inspirational Others

পরিণাম

পরিণাম

1 min
25

কাঁদছো কেন, কিসের ব্যাথা?

ডাকছে দেখো, আধুনিকতা।

পেটে তোমার, বিদ্যে বেজায়,

যুক্তি তক্কে, প্রাণ যায় যায়।

কল-কবজা, আর যন্ত্রপাতি,

এগিয়ে বুঝি, দেবে প্রযুক্তি?

নিষ্ফলা ঐ, ল্যাবরেটরি,

ওষুধ বিনে, কি ডাক্তারি?

বিশ্ব যখন, কাঁপছে ত্রাসে,

আমি আছি, বেশ আয়েশে।

নিজের অহং, গড়তে গিয়ে,

পিষলে আমায়, তোমার পায়ে।

পান থেকে চুন, খসলে পরে,

চুকিয়ে নাও, হিসেব করে।

আগলে যত, নিয়েছো পাপ,

আড়ালে হাসে, তত অভিশাপ।

তোমরা জানো, নিতে প্রতিশোধ,

আমার কি আর, আছে সে বোধ?

কি হবে আজ, করে মিনতি?

আমি যে তোমার, মূক "প্রকৃতি"।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract