পরীক্ষা
পরীক্ষা
পরীক্ষা তো আছে লেগে
সময় থেকে অসময়ে ,
প্রতীক্ষাতে আছি জেগে
জিতবো কোন ছলনায় ।
পাশের কিবা খেয়াল করি
কিবা খেয়াল ফেল করা ,
অনবরত লড়ছি লড়াই
চিন্তা জমে দেওয়াল ভরা ।
যুদ্ধ করা সর্ব সময় ,
হারজিতের ভয় নেই ;
ফল জানি না তবু দিতে হয়
পরীক্ষা ঠিক আসবেই ।