বয়স সন্ধিক্ষণে
বয়স সন্ধিক্ষণে
বয়স সন্ধিক্ষণে,
কিশোর কলির প্রস্ফুটনে,
বিচিত্র চিত্র ভাসে মনের সংগোপনে |
উপদেশ লাগে ভারী,
নিজে জ্ঞানী মনে করি,
সহ্য হয়না গুরুজনের অযথা দখলদারী |
ক্রোধের আগুনে মন জ্বলে,
কাজের মান্যতা দিই ফেলে,
পুঁথির ভাষা মাথায় ঢোকে না, ভেসে যায় আঁখিজলে |
বাহির পানে কিসের টানে,
ঘরের বাঁধনে মন না মানে,
অলীক জগতে মায়াজালের অন্তর বন্ধনে |
প্রথম প্রেমের স্নিগ্ধ পরশে,
মনের দোলায় পূর্ণ হরষে,
উড়ু উড়ু মন চাহে গোলাপে, পলাশে |
কঠিন অনুশাসন জ্বালা,
বিরাগ, বিতৃষ্না, অবহেলা;
সহজ সরল নিষ্পাপ মন প্রতিবাদে উতলা |
তোমরা যারা গুরুজনে,
স্নেহের ছোঁয়ায় মনের টানে,
এগিয়ে দিও জীবনটারে স্বচ্ছ দিশার পানে |
এইরূপে ভালোবেসে,
কাছে টেনে নাও এসে,
সঠিক জীবন পথে বুঝিবেই অনায়াসে |
