STORYMIRROR

Manik Goswami

Drama Others

3  

Manik Goswami

Drama Others

পরিবর্তন

পরিবর্তন

1 min
162


যে চোখে ভক্তি ছিল, ছিল শ্রদ্ধা;

সেই চোখের চাহনিটি আজ বাঁকা |

লোলুপতা সেই দৃষ্টিতে, আছে পাপ;

যে মুখে ছিল নমনীয়তা, কোমলতা;

সে আজ হিংস্র, বর্বর |

যে ওষ্ঠ দুটির কম্পনে

গাঁথা হতো মিষ্টি কথার মালা,

সে দুটো আজও কাঁপে, লোভে |

যে হাসিটি ছিল কোমল, মধুর;

মুক্তোর মতো দাঁতের উজ্জ্বলতায়

ছড়িয়ে দিতো এক পরম স্নিগ্ধতা,

সেই হাসি আজ কত ক্রূর, বাঁকা |

রাক্ষুসে দাঁতের ভয়ংকরতা |

যে হৃদয়ে ছিল প্রেম, ভালোবাসা;

সে আজ কত কঠোর, নির্মম |

শরীর যেখানে ছিল পূর্ণ,

সেখানে বেড়েছে ক্ষুধা, পাবার ইচ্ছা |

যে মনে ছিল শুধু উচ্ছ্বলতা,

সেটা হারিয়ে এক অব্যক্ত যন্ত্রনা |

ভেতরে জেগেছে পৈশাচিক উল্লাস |

অথচ,

এই ভেতরটাই ছিল কত শান্ত, মনোরম |


যে পায়ে ছিল ছন্দ, চলার আনন্দ;

সেটা আজ দৃঢ় পদাঘাত, বড় লাগে |

যে গাছ ছিল সবুজ, বসতো পাখি- গাইতো গান;

সুললিত সুর, কণ্ঠের ভাষা;

সে গাছ আজ পত্রবিহীন |

প্রকাশিত ভোরের কঙ্কাল |

পাখি নেই, সুর নেই, নেই ধারা, ছন্দ;

ভদ্র কপাট আজ হয়ে গেছে বন্ধ |

যে নদীতে বইতো জলধারা,

কলকল, ছলছল, মুক্তপ্রবাহ |

সেখানে শুখনো নদীর রুক্ষতা স্পষ্ট |

প্রবাহ হারিয়ে বালু কাদার কদর্য রূপ প্রকাশিত |

যা ছিল সুন্দর, তা আজ নির্মম;

যা ছিল আনন্দ, সে আজ বেদনা |

একেই কি বলে পরিবর্তন ?


Rate this content
Log in

Similar bengali poem from Drama