প্রেমে পড়েছি
প্রেমে পড়েছি

1 min

2.7K
ট্রেনের ভীড়েতে তাকে দেখে আমি;
ভুল স্টেশনেই নেমেছি।
আমি কি তার,প্রেমে পড়েছি ?
জানলাতে দেখা,তার মুখটাকে;
আমার আয়না ভেবেছি।
আমি কি তার,প্রেমে পড়েছি ?
তপ্তদুপুরে,,,তার কথা ভেবে,
এক অচেনা,রাস্তা হেঁটেছি।
আমি কি তার,প্রেমে পড়েছি ?
জন্মদিনে সকালের ফোনে;
বৌদির কন্ঠ ভুলে আমি তাকে পেয়েছি।
আমি কি তার প্রেমে পড়েছি ?
এখন,গানেতে,মাথাতে
বইয়ের পাতাতে,একটাই নাম, অংক খাতাতে।
মনের অজান্তে..,কিজানি কখন..;
তার নামটাই লিখেছি।
আমি কি তার,প্রেমে পড়েছি ?
ভুল করে,এর আগে কি কখনো;
এমন কোনো ভুল করেছি ?