প্রেমে ভাষা
প্রেমে ভাষা
ভাষার তুলনায় প্রেম নবীন নাকি প্রবীণ জানিনা,
কে আগে এসেছে এই ধরায় কল্পনা করতে পারিনা।
খিদে, রাগ, আনন্দ, কষ্টের মতো প্রেম এক অনুভুতি,
যার হয় সেই জানে, অন্যে কি বোঝে এর মতিগতি !
সত্যিই বোঝা কঠিন, বড় অদ্ভুত এই প্রেমের প্রকৃতি।
কখনও দেখে প্রেম, কখনও শুনে, কখনও শুধু ভেবে,
নিজেও বোঝেনা কেউ, কে যে কখন প্রেমে পড়বে!
কবিতা তো কিছু কিছু কথা সাজিয়ে তৈরী হয়,
তাতে যদি কিছু ভালোবাসার কথা থাকে তাহলে,
সেই কবিতাকেই বোধহয় প্রেমের কবিতা বলা হয়।
কিন্তু সত্যিকারের প্রেমকে কি কোথাও লেখা যায়!
অক্ষর এঁকে অথবা তুলি দিয়েও কি তা যায় ছোঁয়া,
এ যে চলার পথের ধারে অমূল্য মন কুড়িয়ে পাওয়া।
প্রেম মানুষের জীবনে অনেকটা যেন কুয়াশা,
ফেলে গোলোক ধাঁধায়, আবার কখনো দেখায় দিশা।
খর রৌদ্রের পর বৃষ্টি নামলে যেমন সোঁদা গন্ধ ওঠে,
অনুভব যায় করা, যায় সেই সুগন্ধের ঘ্রাণ পাওয়া।
ঠিক তেমনই প্রেমও অজান্তেই সুবাস ছড়ায়,
নেই সেখানে কোনোরকম চাওয়া অথবা পাওয়া।
এখানেই বোধহয় মানুষ একটু ভুল করে ফেলে,
প্রেম শিশিরের মতোই টলমল, অস্হির হয়ে দোলে।
বেশী টানা হ্যাঁচড়া সইতে পারেনা, পালায় ফেলে,
আর ফেরেনা কিছুতেই, নয়ন যতোই ভাসুক জলে।
মান - অভিমান? সে যে প্রেমেরই আরেক খেলাধূলা,
হাসি কান্না মিলে সে যে ভবসাগরের আনন্দমেলা !
শুধুই মিষ্টি খাবারে মুখে যে সহজেই অরুচি আসে,
নুন, ঝাল, টক, নোনতা, মানুষ তো সবই ভালোবাসে।
নানান স্বাদে সদাই রঙিন থাকা, এটাই প্রেমের মানে।
প্রেম কতক্ষণ বিরাজ করবে মনে, মনই কি জানে?
সময় দিয়েও যায়না বাঁধা, মায়া তো দূরের কথা,
প্রেম কারোর গোলাম নয়, প্রেমের আছে স্বাধীনতা।

