প্রেমে অপ্রেমে
প্রেমে অপ্রেমে


মিষ্টি চাওনি হিমেল বাতাস, শান্ত নদীর ঠোঁট
শিশির স্নাত দামাল আমার শারদ রৌদ্রে হাসে
বুকের নিচে এক তাল যৌবনে আগমনীর সুর
চেনা মানুষ জড়িয়েই রয়েছে ভোরের প্রেম কাশে !
গোপন প্রেমের ব্যাকুলতায় বৃষ্টি উন্মুক্ত
নতুন জামা নতুন গন্ধে ভিজবে চোখের তল
প্রতীক্ষায় থেকেছে সময়, এসেছে শরতে বসন্ত
চোখের জলে চোখ দেখেছে ভালোবাসার জল...
এক বসন্তের চিঠিতে তোমায় বলেছিলাম -
কিছু লিখে দিও,
আরেকটা বসন্ত শেষে শান্ত মেঘমল্লার গান !
শুধুই কি আমি কদর্য বলে অনুষ্ঠান হয়নি
শুধুই কি গোলাপের অনুশোচনা মাপেনি থার্মোমিটার
শুধুই কি সপ্তমীর আলোতে দশমীর সকাল -
উপেক্ষায় কেউ কি পৃথিবীর চেয়ে সুখী হয়নি ?
নদীর সাথে মৃত্যুর পান্তা লঙ্কা পুকুর পাড়
ভাঙছে বুকের বাণ, মাঠের পরে মাঠ, কৌশল
গভীর সমুদ্রের বুকে মোম পোড়া ব্যাথা
শরতের আকাশ শরীরে আজ অজস্র কথামালা !
কে রাখে কার খোঁজ...