প্ৰেম এসেছিল
প্ৰেম এসেছিল
সেদিনের সোনাঝরা বৈশাখী সন্ধ্যায়,
বর্ষণের আশায় মেঘের নেশায় হৃদয় নদী তটে।
কাঁটাঝোপের প্রতিবিম্ব কেঁপে ওঠে ঝিলের জলে,
সময় সাপেক্ষ মৃদুমন্দ দখিনা বাতাসে। স্নিগ্ধ ঢেউ,
নির্জন মাঠের মাঝে দুটি ঘরে জ্বলে ওঠে লন্ঠন,
যেন এখনও পৌছায়নি আধুনিক পৃথিবীর উন্নয়ন।
জোনাকি বাবলা গাছের মাথার পরে ঘোরে ,
গাছের তলায় জমাট বাঁধা অন্ধকার আসে ঘিরে,
মনে পড়ে সেদিনও বহু পথ হেঁটে আমি ক্লান্ত;
হঠাৎ কিভাবে যেন নেমে এসেছিল কালো রাত্রি ।
তখন দেবদূতের মতো এসে শান্তি দিয়েছিল প্ৰেম ।
আবার হাঁটতে তৈরী ছেলেটি পথটুকু শেষ করতে--
আজ আর দেখিনা বেশ কিছু সময় সেই প্ৰেমকে।
সময়ের অন্তরালে কোথায় যেন হারিয়ে গেল;
সবাইকেই একদিন হারিয়ে যেতে হবে পথের শেষে।

