প্রভু দিও
প্রভু দিও


প্রভু
আমায়
অন্ধ করে দিও ।
বধির করে দিও ।
দিও আমার দু’পায়ে কষ্টের সড়ক।
দিও আমার জীবনে নষ্টের নরক।
দিও তোমার বারান্দায় কিছু ইঞ্চি কোণা ধার
দিও তোমার পুজোর পাষাণে শুশ্রূষার ভার।
তোমাকে
যদিও না জানিয়ে তোমার নুন খেয়েছি
তোমার ভাতের থালায় খিদে মাখিয়ে
মুঠো মুঠো ফুলের গন্ধে দু’হাত মেখেছি
তোমার পায়ের নিচে পাথর জাগিয়ে।
মানুষের কাছে তোমার ভয় দেখিয়ে নিজের পেট ভরেছি
তোমার দিব্যি কেটে দিব্যি আমার স্বার্থ সিদ্ধি করেছি
তোমার দোরগোড়ায়।
জোরজুলুম
গণতন্ত্রের খোলা হাওয়ায় বিবশনারী হঠাৎ ধর্ষণ হলে
আমার ভয়ভীতির দু’হাতে বোধের আলো উঠুক জ্বলে।
নিরস্ত্র শূন্য মেহেন্দির রঙের আভায় জাগিয়ে উল্কার বিস্ফোরণ
বন্যবর্বর শ্বসন বেঁচে থাকার চেয়ে তপস্যায় উজিয়ে মানব জীবন।