প্রার্থনা
প্রার্থনা
অত দূরে যেওনা চলে, এসো ফিরে মোর আঙিনায়।
সহস্র বাহুর আসুরিক শক্তির পরাজয় আজও প্রত্যাশিত।
শুধু সময়ের অপেক্ষায় স্থিতপ্রজ্ঞ মুনির ন্যায় আমি সবই সই নীরবে।
অযাচিত প্রহেলিকায় জর্জরিত হয়ে আর নাই বা রইলে!
তবুও তো অন্ধকারের কোনও এক প্রান্তে রয়েছে সুপ্ত -
অলীক কল্পনার ন্যায় ধূলিলুণ্ঠিত বিজয়ের রণ-পতাকা।
শুধু শক্তি মাগি তোমার কাছে হে প্রভু।
দাও শক্তি, দাও সাহস তারে ওঠাবারে।
একটি প্রদীপের আলো যথেষ্ট কালো অন্ধকার ঘুচবারে।
দাও হে শক্তি, দাও হে সাহস সে পতাকা ওঠাবারে।
