STORYMIRROR

Sourav Nath

Romance

4  

Sourav Nath

Romance

শীতঘুম

শীতঘুম

1 min
5

সেদিন পড়ন্ত বিকেলে আকাশ যখন সিঁদুরে মেঘে মাখামাখি,
যখন বিহঙ্গের ক্লান্ত পালক ঝড়ে পড়েছিল চন্দ্রবিহীন রাতের সূচনায়,
যখন কালো রাত্রির গহন গহীন কালিমায় মৃদুমন্দ বহমান শীতল পবন ফিসফিসিয়ে বলছিল ঠাণ্ডা মৃত্যুর আগণম বার্তা,
তখন তুমি এক অনাবিল নিরবিচ্ছন্ন ক্লান্তিবিহীন শীতঘুমে আচ্ছন্ন।
বসন্তের মৃদুমন্দ মধুর বাতাস আর দোলাবেনা তোমার অনুভূতি - একদা যে অনুভূতির অনবদ্য ছন্দ প্রনেতে জাগাত সাড়া - সে আজ স্মৃতিমেদুর নিস্তব্ধতা ছাড়া আর কি!


Rate this content
Log in

Similar bengali poem from Romance