প্রারম্ভ
প্রারম্ভ


গল্পের শুরু সেখানেই,
যেখানে নদী আসে সমুদ্দুরে-
আকাশে বাতাসে ভৈরব রাগ,
পূর্বরাগের হয় অবসান;
চারিদিকে যেন আগমনী গান।
গল্পের শুরু সেখানেই।
স্বপ্ন যেদিন মাটিতে-
ঝিনুক ধরি মুঠিতে;
একের পর এক ঢেউ গোণা,
জানা কে যেন নতুন করে চেনা।
গল্পের শুরু সেখানেই।
যেখানে ঘর বাঁধার গান,
একের পরে এক সুরের তান,
জোয়ারে মন প্রাণ ভাসে
আলোয় আলোয় দিগন্ত হাসে।
গল্পের শুরু সেখানেই।