প্রাপ্তি
প্রাপ্তি


আমি পকেট ভরা খুশির খুচরো,
যাই গো নিয়ে জীবন হাটে;
জীবন আমায় ফেরায়নি গো
খুশি ভরেছে মোর দুই হাতে।
সবচেয়ে প্রিয় বন্ধুরূপে
আমি পেয়েছি আমার মাকে,
জীবনের যত দুঃখ ব্যাথা
আমার বাবাই আটকে রাখে।
ত্রিভুবনে আর চাইবো কিবা ?
সাত রাজার ধন আর মানিক!
মায়ের আদর ভালোবাসায়
জীবনে সব হয়েছে সঠিক।
রাস্তা যতই এবড়ো খেবড়ো,
বাবাই আমার ধরেছে হাত,
যতই আমি বড় হই
ওনারা পাশে আছেন দিনরাত।
জগৎ অনেক বড় রে ভাই,
বিরাট ধনের ব্যাপ্তি,
আমার মা আর বাবাই যে গো
সকলের সেরা প্রাপ্তি।