পনেরোই আগস্ট
পনেরোই আগস্ট
দুশো বছরের নিরব চিৎকার, তুমি, পনেরোই আগস্ট |
বহু ক্ষুদিরামের আত্মত্যাগ, তুমি, পনেরোই আগস্ট|
ভগৎ সিংদের শপথ বাক্য, তুমি, পনেরোই আগস্ট |
আজাদ হিন্দ ফৌজের কদমতাল,তুমি,পনেরোই আগস্ট
লক্ষ্মীবাঈ এর নির্ভীক তলোয়ার, তুমি,পনেরোই আগস্ট |
পরাধীনতার কালিমা মোচন, তুমি,পনেরোই আগস্ট |
তবু মায়ের কান্না থামে নি কেন আজও পচাত্তর বছর পরে,
কেন, আজও স্বপ্নগুলো বিনা দোষে,ফাঁসিকাঠে ঝোলে |
কেন আজও লজ্জায়,ঘেন্নায় দুঃখে লক্ষ্য ক্ষুদিরাম মরে,
ভগৎ সিংয়েরা ভুলেছে শপথ, বিদেশে গিয়েছে উড়ে |
ঘুমিয়ে আছে শিশু লক্ষ্মীবাঈ ভিজে মাটির অন্ধকারে,
জন্ম নিয়েই মৃত্যু বরণ, করতে হয়েছে তারে |
আজাধীন ফৌজ কদম বাড়ায় না তালে তালে, আজ,
জাতপাত, ধর্ম, শ্রেণির ঝগড়ায় ভুলেছে কাদের কাজ |
এস তুমি পনেরোই আগস্ট ,এস,উড়িয়ে মুক্তির ধ্বজা ,
প্রতিদিন হোক স্বাধীনতা দিবস, জাগুক ভারত ভাগ্য বিধাতা |
