STORYMIRROR

Sanchaita Datta

Abstract Others

3  

Sanchaita Datta

Abstract Others

গল্প,তোমায় বাঁধবো বলে….

গল্প,তোমায় বাঁধবো বলে….

1 min
217


 গল্প, তোমায় বাঁধবো বলে, আকাশ পাড়ায় ঘুড়ি,

 গল্প, তোমায় বাঁধবো বলে, মেঘের পিঠে চরি |


গল্প, তোমায় বাঁধবো বলে, ঘাসে ঘাসে চলি,

গল্প, তোমায় বাধবো বলে, কখনো শুখ কখনো সাড়ি |


 গল্প, তোমায় বাঁধবো বলে, ঠাকুরমার ঝুলিতে হাত,

 গল্প তোমায় বাঁধবো বলে, গল্প গরুর সাথ |


 গল্প, তোমায় বাঁধবো বলে, বারান্দার এক কোন,

 গল্প, তোমায় বাঁধবো বলে, মনেমনে অনেকক্ষণ |


 গল্প, তোমায় বাঁধবো বলে, খাতায় হাজার আঁকি-বুকি,

 গল্প, তোমায় বাঁধবো বলে, প্রতিদিন শব্দঘরে ঢুকি |


 বাঁধলে তুমি আমারি জেনেও, না বাঁধার ছল ছলি,

 বাঁধবো বলে, না বেঁধেও তোমায়, বেঁধেছি বহুবারি | 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract