STORYMIRROR

Sanchaita Datta

Abstract Inspirational

3  

Sanchaita Datta

Abstract Inspirational

গুরাভে নম

গুরাভে নম

1 min
260

মাটির ডাকে সারা দেয় আকাশ পাখির ঝাঁক,

ডানা মেলে ওড়ার ধরন করেছে তাকে অবাক

গুরু মশাই প্রশ্ন করেন মাটির কানে কানে

“কিরে মাটি, ডানা, একজোড়া,দেব নাকি এনে?”

 স্বপ্নমোহে বিস্মিত চোখ হারিয়েছে আজ কথা,

 অধর কোনে দেখা দেয় একরাশ মধুর নীরবতা |

গুরুমশাই এবার বলেন,” যা মাটি, যা রে তুই উড়ে

 সখা সকলকে উড়িয়ে নিয়ে যা, ওই দূর তেপান্তরে |” 

 সেই মাটি আজ বিশ্বখ্যাত এ. পি. যে. আব্দুল কালাম,

 রামেশ্বরমের ছোট্ট মাটির আজ জগৎজোড়া নাম |

 মহাকাশের পথে হাটা শুরু,গুরুর হাতটি ধরে

 দেশের রাষ্ট্রপতির মান পেয়েছেন কিছু বছর পরে | 

 মাটিতে জন্ম সবার, কভু, মাটিতেই যাব মিশে,

 মূর্তি হতে পারেন তারা, যদি গুরু থাকেন পাশে |



Rate this content
Log in

Similar bengali poem from Abstract