কথা রেখো
কথা রেখো
আবার শরশয্যা পেতেছে যুদ্ধক্ষেত্রে I
হাজার ভীষ্মরা লড়তে লড়তে ক্লান্ত I
অসহায় ক্ষত , রক্তাক্ত মন I
বিরক্তির আগুন জ্বলে ওঠে দুচোখে I
এক বুক আশা নিরাশার মেঘ,
অজর দেহ, প্রশ্নের দংশনে, শুয়ে আছো শরশয্যায় স্থির I
শূন্য চোখে চেয়ে আছে অসীমের পানে
হে ভীষ্ম তোমরাই পারো I
রক্ষা করো হে শুভঙ্কর I
সেই যুগ থেকে আজও আছে কৌরব,
আজও বহমান সেই অন্যায়,
সেদিন কথা রেখেছিল ভীষ্ম I
আজও তোমরা কথা রেখো I
