“স্বপ্নে পাওয়া”- বাবার হাত ধরে
“স্বপ্নে পাওয়া”- বাবার হাত ধরে
এক ফালি ছাদ, নিকষ আধার, একটি শীতলপাটি,
প্রতি সন্ধ্যায় বাবার সাথে আকাশ রাস্তায় হাটি I
বাবা করান গ্রহদের সাথে আমার পরিচয়,
তাদের খেলায়, বাবার সাথে, খেলেছি নির্ভয় I
একদিন, খেলায় মত্ত, আমায় ছেড়ে, বাবা যান দূরে,
পরদেশে মেঘপরীরা যখন যায় উড়ে উড়ে I
মিনতি ক'রে, এক গন্ডুস জাদু বৃষ্টি নেয়
ছিটিয়ে দিয়ে, অবুজ আমায় সবুজ করে দেয় I
এরপরে চাঁদের আলোয় আকাশ ভ্রমণ ক'রে,
নানা বিস্ময়, নানা চমক দেখান বারে বারে I
নিয়ে যান তিনি তারা রাজ্যের স্বপ্ন -পাওয়ার মাঠে,
ঝিকিমিকি স্বপ্ন পসরা সেজেছে তাদের হাটে I
সবুজ মন স্বপ্ন দেখে বলে, ”বাবা, স্বপ্ন আমার চাই”
বাবা বলেন, ”স্বপ্ন কেনা কঠিন মাগো, করতে হবে লড়াই I”
সেদিন থেকে নতুন আকাশ, নতুন যাত্রা শুরু,
থেকেছেন সদা আমার পাশে, মন হলেই দুরু দুরু I
স্বপ্ন আজ হাতের মুঠোয়, ছিঁড়েছে শীতলপাটি
তবুও, প্রতি সন্ধ্যায় বাবার সাথে আকাশ রাস্তায় হাটি I
