ডিজিটাল রাখি
ডিজিটাল রাখি
হাত জড়িয়ে বসে আছে চারটি রঙিন রাখি,
পূর্ণিমাতে আসর জমেছে, রয়েছে কথা বাকি |
সোনার রাখি মিষ্টিমুখে ঝলমলিয়ে বলে,
“ একরাশ আলো, ভাইকে দিয়ে, বোন গিয়েছ চলে”
ফুলের রাখি হেসে বলে,” তাইনা বটে ভাই
সৌরভ ভরুক ভাইয়ের জীবনে, এই তো আমি চাই|”
শুনে কাগজের রাখি খসখসিয়ে, খিলখিলিয়ে হাসে
“ চুক্তি সই করেছে বোন, থাকবে ভাইয়ের পাশে |”
চুপটি করে বসেছিল ছোট্ট ডিজিটাল রাখি
ঝিকমিকি রংবেরং আলোয় জ্বলছিল তার আঁখি ,
“তোমার কথা বল এবার”, সকলে জানতে চায়
টুংটাং শব্দযোগে, আপনমনে কি যেন গান গায় |
“বল ভাই ডিজিটাল রাখি ,বল তাড়াতাড়ি
তোমার মাঝে কি দিলো বোন, এসে ভাইয়ের বাড়ি?”
“রোশো রোশো,বলি তবে শোনো দিয়ে মন
সমস্ত পৃথিবীটা হাতের মুঠোয় এনে দিল বোন |
গুগোল আছেন আমাতে, হয়ে সদা সত্তর
দেবেন ভাইয়ের প্রশ্নের সব সঠিক উত্তর |
হোয়াটসঅ্যাপে বোনের সঙ্গে ভাইয়ের কথা হবে,
যেখানেই তারা থাকুক না কেন, মন চাইবে যবে |
ফেসবুকে শৈশবটাকে আনবে আবার ফিরিয়ে,
স্কুল বাড়ির মাঠের ধারে নেবে তারা জিরিয়ে|
তাছাড়া আছে আরো অ্যাপ ভিন্ন ভিন্ন
সার্ভিস দেবে তারা নতুন নতুন, অনন্য |
তোমাদের কথাগুলোও রেকর্ড করে নিলাম,
মেসেঞ্জারে লিখে, ভাইয়ের কাছে পাঠালাম |
মোটকথা, থাকতে চায় ভাই বোন, সদা পাশাপাশি
ডিজিটাল রাখি আনবে তাদের ভার্চুয়ালি কাছাকাছি |”
