চায়ের কাপের সংকল্প
চায়ের কাপের সংকল্প
একদা, এক চায়ের কাপ গোসা করে বলে,
না বলা বহু কথা জমে আছে গলে |
বহু দিন সহ্য করেছি, আজ আর নয়,
লোক মাঝে রাখবো কথা, পাব নাকো ভয় |
কি ভাবো আমায় তোমরা, বল দেখি আজ
সব ঘাটের কাঁঠালি কলা, নেই কোন কাজ?
সভায়, আসরে তোমরা মারো রাজা উজির যখন,
ভেবেছ কি, গরম চায়ের ছ্যাকায়, জ্বলছি আমি তখন |
মতবিরোধের অস্ত্রে যখন সেই রাজাগুলো মরে
রাগ গুলো বদলি করো আমায় আঘাত করে |
চলতে থাকে তোমাদের গোলাগুলি যত
দেহ আমার গরম চায়ে পুড়তে থাকে তত |
তোমরা নাকি এনার্জি পাও চায়ে চুমুক দিয়ে
বলতে পারো ,কেন তা যোগাব আমি নিজেকে পুড়িয়ে?
আরো দুঃখের কথা আছে, শোনো তোমরা ভাই
মনে আছে গানের কথা, “ এক কাপ চায়ে তোমাকে চাই”
চাওয়ার সময়টা বড্ড লম্বা, বড্ড বড় হয়,
তোমরাই বলো, তখন কি এক কাপ চায়ে হয়?
এক বরষায় ওরা দুজন দেখা করতে চায়,
পাড়ার একটি রেস্তোরাঁতে ওরা দুজন যায় |
রেস্তোরাঁতে মৃদু সুরে ছেলেটি ওই গানটি গায়,
হাসিমুখে মেয়েটি, লাজুক চোখে তার পানে চায় |
আমি আসি গরম চা আমার অঙ্গে ধরে,
রেস্তোরাঁর টেবিল ছিল বেজায় নড়বড়ে |
যেই না তাদের মাঝে ,টেবিলে, বসতে গেলাম আমি
ছলকে গেল গরম চা, ভিজলো কাপড় দামি
রাগটা পরল আমার উপরে, হতে চলেছিলাম ইতি
ছুটে এসে বেয়ারা আটকালো সেই পরিণতি |
তোমাদের দরবারে জানাতে এলাম ,আমার প্রতিবাদ
স্পষ্ট মুখে বলছি শোনো, নিও নাকো অপরাধ
ইতিহাস গড়বে যখন, থাকবো তোমাদের হাতে,
সৃষ্টি করো নতুন পথ , প্রতি চুমুকের সাথে |
বাহক হয়ে থাকবো না আর, করবো না আর বিলাপ,
এইবার,অগ্রগতির ধারক হবে প্রতিটি চায়ের কাপ |
