ফিরে আসা
ফিরে আসা


বসন্ত আজ মনের মাঝে ৷
দেখি তোমায় নূতন সাজে ৷
রঙের ছোঁয়া হৃদয় মাঝে ৷
তোমায় ভাবি হাজার কাজে৷
টেলিপ্যাথিতে পাঠাই বার্তা ৷
রূপকথা আজ জীবনযাত্রা৷
মনের কথা ঠিক বুঝে নাও৷
জীয়নকাঠি আবার ছোঁয়াও !
অকাল বসন্তেরা এল বুঝে ফিরে ৷
ভালোবাসা ফিরে এল ক্ষুদ্র এ নীড়ে ৷