পছন্দসই রসদ
পছন্দসই রসদ
আসা-যাওয়ার মাঝে অজস্র পছন্দদের আলোড়ন,
সময় ও পরিস্থিতির কাছে 'প্রিয়' শব্দটা আপেক্ষিক;
এরই মাঝে কিছু ভালো লাগা এই আত্মার আত্মীয়,
ব্যস্ততার অবকাশে নিজেকে খুঁজে নেওয়ার মাধ্যম,
চেতন ও অবচেতন মনের মেলবন্ধনে অবাধ প্রশ্রয়,
হৃদয়ের গভীরে স্মৃতিকথারা জেগে থাকে নিরন্তর -
কালি ও কলমের খেলায় মত্ত, এটাই তো অভ্যাস;
সাদা ক্যানভাসে সাজিয়ে চলি কবিতার খেলাঘর,
কথ্য ভাষার সমারোহে লিখি অকথ্য জীবনের গল্প,
আসলে ভাব ও ভাবনারা ঠিক যেন বুদবুদের মতো,
তাৎক্ষণিক ভাবে আবদ্ধ না করলে ওরা উবে যায়!
ভাবনার মাঝে আবেগ আশ্রয় নিয়ে খোঁজে অবয়ব,
অনুচ্চারিত শাশ্বত শব্দগুলো নির্মাণ করে চিত্রকল্প,
বিদ্যুতের ঝিলিকের মতোই কবিতার আনাগোনা;
নিঃশব্দের ভাষাটুকু বুঝতে হয় কেবল অনুভবেই,
অনুভূতি লিখে শুধু বাস্তব-পরাবাস্তবের ছবি আঁকি,
লেখনীই জীবনীশক্তি, বেঁচে থাকার পছন্দসই রসদ।