পছন্দের রকমফেরে আমি
পছন্দের রকমফেরে আমি


পছন্দের মাধ্যম বড্ড গোলমেলে,
হিসেব নিকেশের ধার ধারে না কিছু;
পরিবর্তনশীল হয়ে কশাঘাত করে অন্তরে।
আজ যে মনকথা মনের কোণায় শ্রেষ্ঠত্বের বড়াই করে,
আগামীতে অনাদায়ী হয়ে পড়ে থাকে বিবর্তনের হাওয়ায়।
গতিশীল দুনিয়ায় পছন্দের রকমফের ঘটে অহর্নিশ।
বর্তমানকে মুঠোবন্দী করলে লেখায় খুঁজে পাই অকৃত্রিম প্রাণের স্পন্দন,
অনাবিল তৃপ্তিতে ভরে ওঠে আবদ্ধ এই জীবন।
প্রতিটি অক্ষর বিন্যাসে রামধনুর উন্মেষ,
স্বপ্নবিলাসী মন উড়ে বেড়ায় লেখনীর স্পর্শ পেতে,
অনুভবে সাজিয়ে রাখি সাহিত্যের সাহচর্যে।